Apps

Picture

“বলব আমাদের কথা” এই স্লোগানে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সাংবাদিকদের নিয়ে প্র

Picture

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের সাংবাদিকতার উপর দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আজ ২১ ডিসেম্বর শনিবার বিকেলে জেলা শহরের আমিন কমপ্লেক্সের এএফসি কনভেনশন সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিশুদের মেধার পূ্র্ণ বিকাশে ধরনের প্রশিক্ষণ গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। প্রশিক্ষণে শিশুদের অধিকার সম্পর্কে সচেতন হবে। পাশাপাশি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পিছিয়ে পড়া শিশুদের উজ্জীবিত করবে। তিনি সবাইকে লেখাপড়ায় মনোযোগী হবার পরামর্শ দেন। প্রধান অতিথির বক্তব্যের আগে তিনি সিআরসি (শিশু অধিকার সনদ) নিয়ে প্রশিক্ষণ দেন। এসময় সহাকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, বিডি নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিয়াসাদ সানভী, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য উপস্থিত ছিলেন।
 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ইউনিসেফ আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিশু অংশ নিচ্ছে। এদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ছেলে রয়েছে। দ্বিতীয় দিনের আলোচকরা শিশুদের গণমাধ্যম, সাংবাদিকতা, ভিডিও সংবাদ তৈরি, শিশু অধিকার জাতিসংঘের শিশু অধিকার সনদ নিয়ে আলোচনা করেন। এসময় প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ তুলে দেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান।

 
Copyright © 2022 Superintendent of police, Brahmanbaria. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.