Apps

Picture

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত প্রাইভেটকার উদ্ধার

Picture

ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় জনাব সুমন কুমার আদিত্য, অফিসার ইনচার্জ,(অতিরিক্ত দায়িত্ব), বিজয়নগ থানা, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে এসআই মোঃ হাসাল খলিল উল্লাহ চেকপোস্ট ডিউটি করাকালীন বিজয়নগর থানাধীন ইছাপুরা ইউপিস্থ মির্জাপুর নামক স্থানে ভিশন দোকানে সামনে মির্জাপুর-হরষপুর গামী পাকা রাস্তার উপর {{বসুন্ধরা কনভেনশন হল এর সামনে হইতে চোরাইকৃত গাড়ি}} ২৭/১২/১৯ইং তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় ঢাকা মেট্রো- গ ১৫-৬৬০৯ কে চোর আহম্মেদ রাজিব (৩০) পিতা-মৃত মমিন মিয়া সাং-খোরারকুল থানা-চুনারুঘাট জেলা-হবিগগঞ্জ এপি সৎপিতা সাফায়েত উল্লাহ সাং-মাধবপুর (উকিল পাড়া, রমজান টাওয়ার এর ২য় তলার ভাড়াটিয়া) থানা-মাধবপুর জেলা-হবিগঞ্জকে আটক করা হয়। উদ্ধারকৃত গাড়ির মালিক মোঃ আবুল হাসনাত পিতা-মোঃ হারুন আর রশিদ, বাসা নং-২১ রোড নং-৪, সেক্টর-৪ উত্তরা, ঢাকা বিজয়নগর থানায় আসিয়া তাহার গাড়ি বলিয়া সনাক্ত করে। পরবর্তীতে গাড়ির মালিকের এজাহার দায়ের করিলে বিজয়নগর থানার মামলা নং-৩৪ তাং-২৮/১২/১৯ইং ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজুপূর্বক উক্ত মামলার আসামী আহম্মেদ রাজিবকে ২৮/১২/১৯ইং তারিখ জেল হাজতে প্রেরণ করা হয়।

 
Copyright © 2023 Superintendent of police, Brahmanbaria. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.