Apps

Picture

পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া

Picture

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স ড্রীলশেডে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার আগাত পুলিশ বীর মুক্তিযোদ্ধার সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদেরকে ফুল দিয়ে বরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার, পিবিআই, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ব্রাহ্মণবাড়িয়া, জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর দপ্তর), ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ আলাউদ্দিন, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়া সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন- “এই ইতিহাস এক দিন দুই দিনের নয়, এক বছর দুই বছরের নয়। ব্রিটিশরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে এই ভূমি দখল করে নিয়েছে। জাহাজ ভরে এই দেশের সম্পদ নিয়েছে। সেই ব্রিটিশদের শোষণ থেকে মুক্ত হয়ে আমরা আরেকটি শোষণের মধ্যে পরেছি। সে ছিল পাকিস্তান। সেই একই প্রক্রিয়ায় পাকিস্তান আমাদের সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছিল। তার মূল কারণ হলো তারা আমাদের শোষণ করতে চায়। আমারা বাঙ্গালীরা যখন বুঝতে পেরেছি তখনি যুদ্ধে লিপ্ত হয়েছি। এই যুদ্ধ এমনি এমনি হয়নি। এই যুদ্ধ আপনারা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে। তার আহবানে আপনারা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করে আমরা গর্বিত ও আনন্দিত। মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের কাছে আমাদের যে অশেষ ঋণ, তাদের জন্য আমাদের এই আয়োজন সামান্য প্রচেষ্টা মাত্র। মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি রইল শ্রদ্ধা। এ ধরণের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ২৫ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধার হাতে সংবর্ধনা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। এসময় পুলিশ বীর মুক্তিযোদ্ধারা তাদের অনুভুতি ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের স্ব-স্ব এলাকার মাদক, জঙ্গি, সন্ত্রাসী কার্যক্রম, বাল্যবিয়ে, ধর্ষণ, যৌতুক ও নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।

 
Copyright © 2023 Superintendent of police, Brahmanbaria. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.