Apps

Picture

সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত গ্রেফতার

Picture

গত ২২/১২/২০২০ইং দিবাগত রাত অনুমান ০৩.২৫ ঘটিকায় সময় জনাব মোহাম্মদ আনিসুর রহমান, পুলিশ সুপার,  ব্রাহ্মণবাড়িয়ার দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল এর তত্বাবধানে অফিসার  ইনচার্জ, সরাইল  থানা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ জাকির হোসেন খন্দকার, এসআই (নিরস্ত্র)/গৌতম চন্দ্র দে,  এসআই (নিরস্ত্র)/মোঃ মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র)/ দিলীপ কুমার নাথ, এএসআই (নিরস্ত্র)/ দীপক চন্দ্র দেবনাথ, এএসআই (নিরস্ত্র) রাজীব মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক সরাইল থানাধীন বড্ডাপাড়া শশ্মানের সামনে রাস্তার পশ্চিমপার্শ্বে  হতে ডাকাতির প্রস্তুতি কালে কুখ্যাত ডাকাত  ১।  মোস্তফা মিয়া (৪০), পিতা- মৃত ধন মিয়া, সাং- কালিকচ্ছ (নাথপাড়া), ২। মনির হোসেন(২০), পিতা- মোঃ জামাল মিয়া, সাং- ধরন্তী (চাকসার উত্তরপাড়া), ৩। সবুজ মিয়া(২৫), পিতা- সামসু মিয়া @  জামাল মিয়া, সাং- কালিকচ্ছ ( দত্তপাড়া), ৪। নাইম মিয়া (২৪), পিতা- আফরোজ মিয়া @  আব্বাছ মিয়া, সাং- কালিকচ্ছ(ঘোষপাড়া),৫। ইমন মিয়া (২২), পিতা- রাশেদ মিয়া, সাং- কালিকচ্ছ (ঘোষপাড়া),সর্বথানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে আসামীগন বিভিন্ন থানার একাধিক মামলা আসামী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 
Copyright © 2023 Superintendent of police, Brahmanbaria. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.