জিডি শব্দের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে জেনারেল ডায়েরি। যার বাংলা পরিভাষিক অর্থ হলো সাধারণ ডায়রী বা রোজনামচা। পুলিশ আইনের ৪৪ ধারা ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৪ ও ১৫৫ ধারার নির্দেশ পূরণের লক্ষ্যে প্রত্যেক থানায় একটি জেনারেল ডায়রী (জিডি) বই সংরক্ষন ও রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এটি 02 কপি কার্বণ সংযোগে মোট 03 কপিতে লিপিবদ্ধ করা হয়। জিডিতে থানা পুলিশের দৈনন্দিন সকল কাজের বিবরণী লিপিবদ্ধ করা হয়ে থাকে। জিডিতে আমলযোগ্য ও আমলের অযোগ্য সকল অপরাধের সংবাদে লিপিবদ্ধ করা হয়। এছাড়াও হারানো সংবাদ, নিখোঁজ সংবাদসহ যাবতীয় সকল ধরণের তথ্য জিডিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে।